October 27, 2025, 12:24 pm
Headline :
নির্বাচনের প্রস্তুতি ৯০-৯৫ শতাংশে: ইসি সচিব যুক্তরাষ্ট্রে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ আকবর পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে ৯টি বিভাগ বন্ধ, কম শিক্ষার্থী ভর্তির কারণে জাপানে এক লাখ দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের অগ্রগতি: প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ কিবরিয়ার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, টাকার অঙ্ক ৩৮ লাখের বেশি ঢাবির জহুরুল হক হলে ধূমপান নিষিদ্ধ, মাদক সেবনে বহিষ্কার বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমানো হবে: আমীর খসরু ৫৬৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানের সঙ্গে থাকা ১২ আসামির জামিন দীর্ঘ ২০ বছর পর যৌথ অর্থনৈতিক কমিশন: পাকিস্তান বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি প্রায় এক হাজার

‘এবার বাচ্চা সামলাতে গিয়ে বিপাকে মিস্টার বিন!’

‘এবার বাচ্চা সামলাতে গিয়ে বিপাকে মিস্টার বিন!’

বিনোদন ডেস্ক:

বিশ্বজুড়ে হাসির রোল তোলা কৌতুক অভিনেতা রোয়ান অ্যাটকিনসন আবার ফিরছেন নতুন রূপে। তার জনপ্রিয় চরিত্র ‘মিস্টার বিন’-এর মতোই এবারও আসছেন একগুচ্ছ হাসি ও অগোছালো পরিস্থিতি নিয়ে।

নেটফ্লিক্স আনছে ‘ম্যান ভার্সেস বি’-এর সিকুয়েল—‘ম্যান ভার্সেস বেবি’। চার পর্বের এই নতুন সিরিজে রোয়ান অ্যাটকিনসন আবারও থাকছেন ‘ট্রেভর বিংলি’ চরিত্রে। আগের মৌমাছির যুদ্ধ শেষে এবার তার প্রতিপক্ষ দুই চঞ্চল শিশু! তাদের সামলাতে গিয়েই ঘটবে একের পর এক মজার বিপত্তি।

দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, বুধবার (৮ অক্টোবর) প্রকাশিত হয়েছে সিরিজটির ফার্স্ট লুক। সেখানে দেখা গেছে, রোয়ান অ্যাটকিনসনকে নানা অদ্ভুত পরিস্থিতিতে—একদিকে কান্নারত বাচ্চা, অন্যদিকে ছুটে চলা বিংলি!

নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী, ক্রিসমাস উপলক্ষে ১১ ডিসেম্বর থেকে স্ট্রিম হবে ‘ম্যান ভার্সেস বেবি’। অভিনয়ের পাশাপাশি সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন রোয়ান অ্যাটকিনসন নিজেই, উইল ভেডিসের সহায়তায়।

গল্পে দেখা যাবে, আগের অভিজ্ঞতায় দগ্ধ বিংলি এবার হাউস কেয়ারটেকারের কাজ ছেড়ে দিয়েছে। নতুন করে যোগ দিয়েছে এক স্কুলে। ক্রিসমাস ছুটি শুরু হতেই আনন্দে ভেসে যায় সে—কিন্তু ছুটি শুরু হওয়ার দিনই তার জীবনে আসে ঝামেলা। স্কুলের আশপাশে দুই নামপরিচয়হীন শিশুকে খুঁজে পায় বিংলি। অভিভাবক না থাকায় তাদের দায়িত্ব পড়ে তার ওপর। এরপরই শুরু হয় একের পর এক হাস্যকর ঘটনা—আর তাতেই পণ্ড হয়ে যায় বিংলির ছুটির আনন্দ।

উল্লেখ্য, রোয়ান অ্যাটকিনসনকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২২ সালে নেটফ্লিক্সের ‘ম্যান ভার্সেস বি’ সিরিজে, যেখানে এক মৌমাছিকে ঘিরেই চলেছিল তার যুদ্ধ। সেই হাস্যরসের ধারাবাহিকতা এবার বাচ্চাদের নিয়েই ফিরছে বড়দিনের উৎসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page