নিজস্ব প্রতিবেদক
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় ও প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামত পর্যালোচনা করে দুয়েকদিনের মধ্যেই সরকারকে পরামর্শ দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
বুধবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সমাপনী বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আজ আলোচনার সমাপ্তি হলেও কমিশনের কাজ শেষ হয়নি। আদেশ জারি করে গণভোট আয়োজন করতে হবে। দুটি প্রশ্ন থাকবে—একটি ঐকমত্য হওয়া বিষয়, অন্যটি নোট অব ডিসেন্ট থাকা বিষয়।”
তিনি জানান, আগামী সংসদ নির্ধারিত সময়ের মধ্যে জুলাই সনদের সংশোধনসমূহ সংবিধানে অন্তর্ভুক্ত করবে। পাশাপাশি আগামী ১৫ বা ১৭ অক্টোবর ঐতিহাসিক দলিল স্বাক্ষরের অনুষ্ঠান এবং ১৮–১৯ অক্টোবরের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।
ঐকমত্য কমিশনের সহসভাপতি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে নানারকম মতভেদ আছে। এসব মত সমন্বয় করে আমরা সরকারের কাছে প্রস্তাব পাঠাব। জুলাই সনদ ২০২৫ বাস্তবায়নের ক্ষেত্রে ‘নোট অব ডিসেন্ট’-সংক্রান্ত বিষয়েও কমিশনের অভ্যন্তরীণ আলোচনার প্রয়োজন রয়েছে।”