নিজস্ব প্রতিবেদক :
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নতুন গণমাধ্যমের অনুমোদন দেবে। তবে এটি আগের নিয়ম অনুসারেই করা হবে।
বুধবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মাহফুজ আলম বলেন, “অন্তর্বর্তী সরকারের নীতি হচ্ছে—কোনো গণমাধ্যম বন্ধ করা হবে না। সেহেতু নতুন গণমাধ্যমকেও অনুমতি দেওয়া হবে। অবশ্য এটি আগের আইনি কাঠামো অনুসারে হবে।”
তিনি আরও জানান, “যদি নতুন আইনে অনুমতি দেওয়া যেত, তা আরও সন্তোষজনক হতো। তবে নতুন আইন প্রণয়ন করতে হলে সময় লাগবে, ফলে এই সরকারের আমলে তা সম্ভব নয়।”
নতুন গণমাধ্যম আসলে বাজারে প্রতিযোগিতা বাড়বে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।
ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে দুটি নতুন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল অনুমোদন দিয়েছে। পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় যে নিয়মে টিভি লাইসেন্স দেওয়া হতো, সেভাবেই এই অনুমোদন দেওয়া হয়েছে।
কোনো নাগরিক চাইলে নির্ধারিত নিয়মে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের জন্য আবেদন করতে পারেন। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়, যার মধ্যে রয়েছে:
আবেদন যাচাই করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর অনুমোদন মিললে বিটিআরসি থেকে ‘ফ্রিকোয়েন্সি ক্লিয়ারেন্স’ নিতে হয়, যা মূলত সরকারের সংশ্লিষ্ট মহলের সম্মতির ওপর নির্ভর করে।