January 12, 2026, 4:44 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

“আগে মন খারাপ হতো, এখন না—নির্বাচনে লড়তে চাই”: কারাগারে পলক

নিজস্ব প্রতিবেদক :

কারাগারে থেকেও মনোবল হারাননি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বরং মানিয়ে নিয়েছেন পরিস্থিতির সঙ্গে এবং আগাম নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহও জানিয়েছেন তিনি।

বুধবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মাথা নাড়িয়ে জানান, আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে চান।

তিনি বলেন, “আগে মন খারাপ হতো, এখন আর হয় না। নিজেকে মানিয়ে নিয়েছি। মানসিকভাবে শক্ত আছি।”

জুলাই হত্যাকাণ্ডে গ্রেফতার দেখানো হলো পলকসহ ৪ জনকে

গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বনানীতে গুলিতে নিহত হন মো. শাহজাহান নামে এক ব্যক্তি। ওই ঘটনার মামলায় পলকের সঙ্গে আরও গ্রেফতার দেখানো হয়েছে—ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ঢাকার সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে।

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই মো. ইয়াছির আরাফাত আদালতকে জানান, নিহত শাহজাহান শান্তিপূর্ণ মিছিলে অংশ নিচ্ছিলেন। তখন সরকারি দলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়। শাহজাহান বুকে ও পেটে গুলিবিদ্ধ হন এবং পরে মারা যান।

মামলায় বলা হয়, ওই দিন ১২০ জন আন্দোলনকারী নিহত হন, যাদের হত্যার নির্দেশ আসামিদের পক্ষ থেকেই এসেছে বলে অভিযোগ।

কঠোর নিরাপত্তায় আদালতে হাজির, জেলজীবনে মানিয়ে নেওয়ার কথা পলকের

সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর কারাগার থেকে আনা হয় চারজনকে। কড়া নিরাপত্তায়, মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরে তারা আদালতের এজলাসে হাজির হন।

পরে কাঠগড়ায় অবস্থানকালে আইনজীবীদের সঙ্গে কথাবার্তা বলেন আসামিরা। পলক তার আইনজীবীকে বলেন, “আমি ভালো আছি। পরিবারকে জানাবেন, আমি মানসিকভাবে প্রস্তুত।”

তার আইনজীবী জানান, পলক অভিযোগ করেছেন যে, জেলখানায় যেসব সুযোগ-সুবিধা প্রাপ্য, তার অনেকটাই তিনি পাচ্ছেন না। পাশাপাশি তিনি একজন আওয়ামী লীগ নেতার কারাবন্দি অবস্থায় মৃত্যুর প্রসঙ্গ টেনে উদ্বেগ প্রকাশ করেন।

পটভূমি: কী ঘটেছিল জুলাইয়ে?

গত বছরের ১৯ জুলাই রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে এক শান্তিপূর্ণ মিছিলে অংশ নেওয়ার সময় গুলিতে আহত হন শ্রমিক মো. শাহজাহান। ঢাকা মেডিকেলে চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। এরপর তার মা সাজেদা বেগম গত ১৮ ডিসেম্বর বনানী থানায় মামলা করেন। এতে ৯৭ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *