October 27, 2025, 8:00 pm
Headline :

সব দলের সমান সুযোগ ও রাজনৈতিক পরিবেশ নিশ্চিতের আহ্বান জামায়াতের

সব দলের সমান সুযোগ ও রাজনৈতিক পরিবেশ নিশ্চিতের আহ্বান জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। একই সঙ্গে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জুলাই জাতীয় সনদকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয় এবং গণভোটের মাধ্যমে সনদটিকে আইনি স্বীকৃতি দিয়ে তার আলোকে আগামী নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। তাই সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও স্বাধীন রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

জামায়াতের পক্ষ থেকে পূর্ব ঘোষিত ৫ দফা দাবি আদায়ে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা এবং একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page