বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি প্রায়শই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে তিনি নিজের প্রেম ও বিয়ে সংক্রান্ত গুঞ্জন নিয়ে খোলামেলা বক্তব্য দেন।
অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খানের প্রশ্নে ‘আপনি কি এখন সিঙ্গেল?’—জবাবে পরীমণি সোজাসাপ্টা বলেন, “না।” তবে সম্পর্কের বিষয়ে আরও প্রশ্ন করা হলে তিনি মজার ছলে বলেন, “জানি না। আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। সারাক্ষণই প্রেম প্রেম ফিল হয়, আর এটা থাকা ভালো।”
বিয়ে প্রসঙ্গে তিনি জানান, “একবার করেছি।” শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদ ও অন্যান্য বিয়ের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে হাস্যরসের ছলে বলেন, “জানি না, ওরা বোধহয় সৎস্বামী। যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।” তবে রাজের সঙ্গে বিয়ে নিয়ে অনুতপ্ত কিনা জানতে চাইলে তার জবাব, “না, জীবনে কোনো কিছুই ভুল নয়, সবই অভিজ্ঞতা।”
অভিনয়জীবনের আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরীমণি। গত বছর এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর সামাজিক মাধ্যমে তাদের ছবি ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনার জন্ম দেয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্বীকার করেন, “হ্যাঁ, তিনি আমার সৎস্বামী ছিলেন।”
আর কতবার বিয়ে করতে চান—এমন প্রশ্নের উত্তরে পরীমণি মজার ছলে বলেন, “আমার তো ১২টা বিয়ে করার ইচ্ছা আছে। ছোটবেলা থেকে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। তবে সেটা যে রিউমার হয়ে ছড়িয়ে পড়বে, তা বুঝিনি।”