January 13, 2026, 1:07 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

২১ লাখ মৃত ভোটার চিহ্নিত ; ভোট দিতে পারবেন ১০ লাখ সরকারি চাকরিজীবী

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটাধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে এ কথা জানান তিনি। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্যে সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। এদের অনেকেই আগে ভোট দিতেন। 

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য। লেভেল প্লেয়িং ফিল্ড ও নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধেও ইলেকট্রনিক মিডিয়াকে ভূমিকা রাখতে হবে। 

এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রবাসী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি চাকরিজীবীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীকে ভোটের আওতায় আনা হবে এবার। সবাইকে সঙ্গে নিয়ে আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই।

সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় টেলিভিশন মিডিয়া এবং দুপুর আড়াইটায় প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুই দফায় প্রায় ৫০ জন গণমাধ্যম প্রতিনিধি অংশ নেবেন।  

মঙ্গলবার (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বসবে ইসি। এরপর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষের সঙ্গে সংলাপ করবে সংস্থাটি। 

এর আগে গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। তবে ওইদিন আমন্ত্রিত সুশীল সমাজের প্রতিনিধিদের অর্ধেকেরও বেশি উপস্থিত ছিলেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *