নিজস্ব প্রতিবেদক
জাতীয় নির্বাচনের দিন একই সময়ে গণভোট আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে কোনো বাধা নেই এবং জনগণের রায় চূড়ান্ত হবে।
রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের চতুর্থ দিনের আলোচনায় সালাহউদ্দিন জানান, রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। তিনি উল্লেখ করেন, সংবিধান সংশোধনের প্রয়োজন নেই, এবং কমিশন এক আদেশ জারি করে সংসদ নির্বাচনের সঙ্গে আলাদা ব্যালেটে গণভোট আয়োজন করতে পারবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণভোটের ফলই হবে সার্বভৌম ক্ষমতার রায়, যা সব সংসদ সদস্যকে মানতে হবে। তিনি আরও জানান, জুলাই সনদ প্রণীত হলে সকল দল স্বাক্ষর করবেন এবং নোট অব ডিসেন্টসহ বিস্তারিত ইশতেহার ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যাতে জনগণ সনদের বিষয়বস্তু জানতে পারে।