বিনোদন ডেস্ক
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম তাঁর স্ত্রী ও নিজের প্রেমিকার সঙ্গে জড়িত অভিযোগে মামলা করেছেন। রোববার (৫ অক্টোবর) বাড্ডা থানায় দায়ের করা মামলায় এক নম্বর আসামি মিথিলা এবং চার নম্বর আসামি ম্যাক্স অভি ওরফে কামরুল ইসলাম রিয়াজ হিসেবে নামজারি করা হয়েছে। দুজনেই সামাজিক মাধ্যমে কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিত।
হিরো আলম বলেন, “মিথিলা ও তার স্বামী এবং ম্যাক্স অভি আমাকে মারতে চায়। তারা আমাকে মারতে পারলে ম্যাক্স অভি রিয়া মনিকে বিয়ে করতে পারবে। তাই তাদের সবার নামে মামলা করেছি। রাতে পুলিশকে আরও তথ্য দেব।”
মামলার সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর আফতাবনগরের এম ব্লকে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে আলমের পথরোধ করে মারধর করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হিরো আলমের অভিযোগ অনুযায়ী, চার নম্বর বিবাদী ও অজ্ঞাত ছয়জন ব্যক্তি তাকে জোরপূর্বক পাশের কাশবনে নিয়ে যায়, লাঠি ও ধারালো স্কেল দিয়ে আঘাত করে, ফোন ভেঙে দেয় এবং প্রাণনাশের হুমকি দেয়।
এর আগে গত জুনে হাতিরঝিলের একটি বাসায় রিয়া মনি ও ম্যাক্স অভি অবস্থান করছিলেন। হিরো আলম ক্ষুব্ধ হয়ে সেখানে উপস্থিত হন এবং অভিযোগ করেন, তখনই ম্যাক্স অভি তাঁকে মারধর করেন। এই ঘটনায় ২১ জুন তিনি হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা করেন। পরে পুলিশ রিয়া মনি ও ম্যাক্স অভিকে গ্রেফতার করে, যাদের ১ হাজার টাকা মুচলেকায় জামিনে মুক্তি দেওয়া হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, “হিরো আলম নিজেই বাদী হয়ে মামলা করেছেন। আমরা ঘটনাটি নিয়ে কাজ করছি।”