October 27, 2025, 12:07 pm
Headline :
নির্বাচনের প্রস্তুতি ৯০-৯৫ শতাংশে: ইসি সচিব যুক্তরাষ্ট্রে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ আকবর পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে ৯টি বিভাগ বন্ধ, কম শিক্ষার্থী ভর্তির কারণে জাপানে এক লাখ দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের অগ্রগতি: প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ কিবরিয়ার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, টাকার অঙ্ক ৩৮ লাখের বেশি ঢাবির জহুরুল হক হলে ধূমপান নিষিদ্ধ, মাদক সেবনে বহিষ্কার বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমানো হবে: আমীর খসরু ৫৬৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানের সঙ্গে থাকা ১২ আসামির জামিন দীর্ঘ ২০ বছর পর যৌথ অর্থনৈতিক কমিশন: পাকিস্তান বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি প্রায় এক হাজার

স্ত্রীর প্রেমিক ও নিজের প্রেমিকার নামে হিরো আলমের মামলা

স্ত্রীর প্রেমিক ও নিজের প্রেমিকার নামে হিরো আলমের মামলা

বিনোদন ডেস্ক

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম তাঁর স্ত্রী ও নিজের প্রেমিকার সঙ্গে জড়িত অভিযোগে মামলা করেছেন। রোববার (৫ অক্টোবর) বাড্ডা থানায় দায়ের করা মামলায় এক নম্বর আসামি মিথিলা এবং চার নম্বর আসামি ম্যাক্স অভি ওরফে কামরুল ইসলাম রিয়াজ হিসেবে নামজারি করা হয়েছে। দুজনেই সামাজিক মাধ্যমে কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিত।

হিরো আলম বলেন, “মিথিলা ও তার স্বামী এবং ম্যাক্স অভি আমাকে মারতে চায়। তারা আমাকে মারতে পারলে ম্যাক্স অভি রিয়া মনিকে বিয়ে করতে পারবে। তাই তাদের সবার নামে মামলা করেছি। রাতে পুলিশকে আরও তথ্য দেব।”

মামলার সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর আফতাবনগরের এম ব্লকে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে আলমের পথরোধ করে মারধর করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হিরো আলমের অভিযোগ অনুযায়ী, চার নম্বর বিবাদী ও অজ্ঞাত ছয়জন ব্যক্তি তাকে জোরপূর্বক পাশের কাশবনে নিয়ে যায়, লাঠি ও ধারালো স্কেল দিয়ে আঘাত করে, ফোন ভেঙে দেয় এবং প্রাণনাশের হুমকি দেয়।

এর আগে গত জুনে হাতিরঝিলের একটি বাসায় রিয়া মনি ও ম্যাক্স অভি অবস্থান করছিলেন। হিরো আলম ক্ষুব্ধ হয়ে সেখানে উপস্থিত হন এবং অভিযোগ করেন, তখনই ম্যাক্স অভি তাঁকে মারধর করেন। এই ঘটনায় ২১ জুন তিনি হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা করেন। পরে পুলিশ রিয়া মনি ও ম্যাক্স অভিকে গ্রেফতার করে, যাদের ১ হাজার টাকা মুচলেকায় জামিনে মুক্তি দেওয়া হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, “হিরো আলম নিজেই বাদী হয়ে মামলা করেছেন। আমরা ঘটনাটি নিয়ে কাজ করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page