অনলাইন ডেস্ক
খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমের সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গাজা অভিমুখে নৌবহরে যোগ দেওয়ার কারণে শনিবার (৪ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তাঁকে অভিনন্দন জানান তিনি।
তারেক রহমান লিখেছেন, গাজা অভিমুখী ফ্লোটিলায় শহিদুল আলমের অংশগ্রহণ কেবল সংহতির বার্তা নয়, বরং ন্যায়ের পক্ষে এক দৃঢ় অবস্থান। বাংলাদেশের পতাকা উড়িয়ে তিনি দেখিয়েছেন, এ জাতি কখনো অন্যায় ও নিপীড়নের কাছে মাথা নত করবে না।
তিনি আরও আশ্বস্ত করেন, বিএনপি সবসময় শহিদুল আলমের পাশে থাকবে এবং ফিলিস্তিনের ন্যায়সংগ্রামে ধারাবাহিকভাবে সমর্থন জানিয়ে যাবে।