স্পোর্টস ডেস্ক :
ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে দুই জায়ান্ট লিভারপুল ও চেলসি। এই ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরতে চায় লিভারপুল। টানা দুই হারের পর জয় পেতে মরিয়া লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে এই ম্যাচ দিয়ে পয়েন্ট টেবিলের আরও উপরে ওঠার লক্ষ্য চেলসির। চেলসির ঘরের মাঠে স্টামফোর্ডে ব্রিজে ম্যাচটি মাঠ গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায়।
ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন লিভারপুলের নিয়মিত গোলরক্ষক অ্যালিসন বেকার। এছাড়া দলের সব তারকাই আছেন স্কোয়াডে। চেলসিও নিজেদের সেরা দল নিয়েই মাঠে নামছে। তাদের স্কোয়াডের সব খেলোয়াড়ই ফিট আছেন আজকের ম্যাচের জন্য।
ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হার। সে অভিজ্ঞতা ভুলতে না ভুলতেই চ্যাম্পিয়ন্স লিগে গ্যালাতাসারেইয়ের বিপক্ষেও তিক্ত অভিজ্ঞতার স্বাক্ষী হতে হয়েছে লিভারপুলের। হঠাৎই উড়তে থাকা লিভারপুল নেমে এল মাটিতে। শিরোপা ধরে রাখার মিশনে অবশ্য শুরু থেকেই অপ্রতিরোধ্য আর্না স্লটের শিষ্যরা।
এক ম্যাচ হেরেও অবশ্য অবশ্য প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। সমান ম্যাচে টেবিলের দুইয়ে থাকা আর্সেনাল থেকে ২ পয়েন্ট এগিয়ে লিভারপুল। চেলসির বিপক্ষে জয় সেই ব্যবধানটা আরো বাড়াতে চায় স্লট শিষ্যরা। যদিও অলরেডদের বিপক্ষে ইপিএলের গেল মৌসুমের শেষ দেখায় ৩-১ গোলের বড় জয় এগিয়ে রাখবে চেলসিকে। এবার মাঠের লড়াই দেখার পালা।