January 10, 2026, 7:39 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

খর্বশক্তির দল নিয়ে বার্সাকে হারিয়ে রেকর্ড গড়ল পিএসজি

 স্পোর্টস ডেস্ক :

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে দারুণ এক নাটকীয় ম্যাচ উপহার দিল পিএসজি ও বার্সেলোনা। বুধবার কাতালানদের মাঠে শেষ মিনিটে গনসালো রামোসের গোলে ২-১ ব্যবধানে জয় পেল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুই দল। ১৯তম মিনিটে লামিন ইয়ামাল ও পেদ্রির দ্রুত সমন্বয়ে বল পেয়ে মার্কাস র‍্যাশফোর্ডের পাস থেকে গোল করেন ফেরান তোরেস। এতে এগিয়ে যায় বার্সেলোনা।

তবে ম্যাচের ৩৮তম মিনিটে পাল্টা আঘাত হানে পিএসজি। নুনো মেন্দেসের গতিময় দৌড়ে তৈরি করা সুযোগ কাজে লাগান তরুণ ফরোয়ার্ড সেনি মাইউলু। তার নিখুঁত শটে সমতায় ফিরে অতিথিরা।

দ্বিতীয়ার্ধে খোলা আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। হাকিমি, বারকোলা ও কাং ইন লির প্রচেষ্টা বিপজ্জনক হলেও জালে বল পাঠাতে পারছিল না পিএসজি। অন্যদিকে ইয়ামাল ও দানি ওলমো কয়েকবার সুযোগ তৈরি করেও গোলের দেখা পাননি।

অবশেষে নির্ধারিত সময়ের ঠিক আগ মুহূর্তে আসে ব্যবধান গড়ে দেওয়া গোল। ডানদিক দিয়ে হাকিমির দারুণ দৌড় ও কাটব্যাকে বল পান গনসালো রামোস। তিনি অনায়াসে জালে ঠেলে দেন বল। এতে ২-১ গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।

চলতি আসরে এখনো চোট-আঘাতে ভুগছে পিএসজি। ডেম্বেলে, খভিচা কভারাৎসখেলিয়া, দুয়ে—কেউই খেলতে পারেননি। তবু শক্তিশালী বার্সেলোনার মাঠ থেকে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস আরও উঁচুতে পৌঁছাল। 

তাতে রেকর্ডও গড়ে ফেলেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগে বার্সার মাঠ থেকে টানা তিনটি জয় তুলে নেওয়া প্রথম দল বনে গেল তারা। ২০২১ সালে বার্সাকে ৪-১ গোলে হারিয়েছিল, এরপর ২০২৪ সালেও একই ফল নিয়ে ফিরেছিল, গত রাতেও ফিরল। 

এদিকে তিন ম্যাচে মিল আছে একটি। এই তিন ম্যাচেই বার্সা আগে গোল করেছিল। নিজেদের শেষ ৫২ ম্যাচে আগে গোল করে হারের তেঁতো স্বাদ এই তিনটি ম্যাচেই পেয়েছে বার্সা। কোচ হানসি ফ্লিক এই নিয়ে দ্বিতীয় বার চ্যাম্পিয়ন্স লিগে হোম ম্যাচে হারের স্বাদ পেলেন, আগের বার এই পরিস্থিতিতে তিনি পড়েছিলেন বায়ার্ন মিউনিখে, ২০২১ সালে সেই ম্যাচেও তার প্রতিপক্ষ ছিল এই পিএসজিই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *