নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারে বৃষ্টির পানির জলাবদ্ধতা নিরসনের দাবিতে স্থানীয় বাসিন্দারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার সকাল ১০টার দিকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি শুরু হয়। অবরোধের কারণে মহাসড়কের দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা পর সকাল ১১টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। জলাবদ্ধতার কারণ বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রাজ ফুলবাড়িয়া, শোভাপুরসহ কয়েকটি এলাকার পানি নিষ্কাশনের জন্য মহাসড়কের পাশে থাকা একটি জায়গা আগে ব্যবহার করা হতো। তবে সম্প্রতি বালু ফেলে জায়গাটি ভরাট করে দেওয়ায় পানি বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে। এতে টানা বৃষ্টিতে ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দা মো. সেলিম বলেন, “একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বালু ফেলে পানি বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন। কয়েক মাস ধরে আমরা সমস্যায় ভুগছি। বৃষ্টির কারণে ঘরে পানি ঢুকে যাচ্ছে।” আরেকজন বাসিন্দা মো. সালাহউদ্দিন জানান, “তিন-চারটি এলাকার পানি বের হওয়ার সরকারি জায়গায় থাকা কালভার্টে বালু ফেলে দেওয়া হয়েছে। কয়েক হাজার মানুষ এখন দুর্ভোগে।” প্রশাসনের পদক্ষেপ ঘটনার পর সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “যেখানে ভরাটের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেখানে পানি বের হওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে সরকারি জায়গা উদ্ধার করেও সমস্যার স্থায়ী সমাধান করা হবে।” সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানান, পুলিশের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।