January 12, 2026, 2:39 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

‘ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু না হলে অন্ধকারে ডুববে বাংলাদেশ’

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি :

বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে যদি ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত না হয়— এমন মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। 

বুধবার সকালে রাজধানীর কলাবাগান প্রধান সড়কে ঢাকা-১০ আসনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের নেতাদের উদ্যোগে ‘দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে আধুনিক পরিকল্পনা গ্রহণ এবং কার্যকর বাস্তবায়নের দাবি’ নিয়ে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার অসীম বলেন, যদি দেশের জনগণ বিএনপিকে সুযোগ দেয়, তাহলে ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এই ৩১ দফা মূলত রাষ্ট্র মেরামত ও জনগণের কল্যাণের জন্য প্রণীত হয়েছে। তিনি বলেন, এর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন ঘটিয়ে সাধারণ জনগণের কাছে সুশাসন, ন্যায়বিচার, আইনের শাসন ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, আমরা আজকে এখানে দাঁড়িয়েছি নাগরিক সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে। গণসচেতনতা যুদ্ধের জন্য আজ আমরা সমবেত হয়েছি।

ব্যারিস্টার অসীম ঢাকার সাম্প্রতিক জলাবদ্ধতার প্রসঙ্গ টেনে বলেন, গত রাত থেকে এ পর্যন্ত বৃষ্টিতে পুরো ঢাকা শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তার ড্রেন, ম্যানহোল সবই আছে, কিন্তু নিষ্কাশন ব্যবস্থা নেই। ফলে রাজধানীর বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। উৎপাত ড্রেনে ময়লা ফেলা থাকে, রাস্তায় ময়লার স্তূপ জমে থাকে— কিন্তু সিটি করপোরেশনের কোনো উদ্যোগ নেই। করপোরেশন সবসময় নির্বিকার থাকে।

তিনি উল্লেখ করেন, বর্তমানে কোনো নির্বাচিত কমিশনার না থাকায় নাগরিক সুবিধার সংকট আরও তীব্র হয়েছে। মেয়র থেকে শুরু করে অন্তত শতাধিক ওয়ার্ডে কোনো কমিশনার নেই। তাই নাগরিক সুবিধা কতটুকু আছে বা কোথায় সংকট, তা নিশ্চিত করার কেউ নেই।

এ সময় ব্যারিস্টার অসীম ঢাকা শহরের পরিবহণ নৈরাজ্যের কথাও তুলে ধরেন। তিনি বলেন, বিআরটিএ থাকলেও শহরে অননুমোদিত যানবাহন, থ্রি-হুইলার, ব্যাটারিচালিত রিকশা অনুমোদন ছাড়াই চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই এসব চলাচল করছে। এতে ট্রাফিক ব্যবস্থার অবনতি ঘটছে, যানজট তৈরি হচ্ছে, জনজীবনে দুর্ভোগ বয়ে আনছে।

অসীম বলেন, এসব সমস্যার সমাধান একটাই—জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা। যদি জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার নির্বাচিত না হয়, তাহলে জনগণের সুবিধা-অসুবিধা নিয়ে কেউ কখনো ভাবে না।

অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, ১৪–১৫ মাস ধরে তারা সংস্কার ঐকমত্য কমিশন নিয়ে আছেন। কিন্তু সংসদ না বসা পর্যন্ত এ কমিশন পূর্ণাঙ্গ রূপ লাভ করতে পারবে না। অথচ জনগণের জরুরি সমস্যার পরিবর্তে তারা দিনের পর দিন এই অবান্তর বিষয়ে সময় নষ্ট করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *