October 27, 2025, 9:26 pm
Headline :

সৎ-যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ নায়েবে আমির ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত এমপি প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, দেশের সাহসী তরুণরা আমাদের পথ দেখিয়েছেন। তরুণদের রক্তের পথধরে আমরা সুশাসন ও ইনসাফ কায়েমের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। দেশের কল্যাণে আলেম সমাজ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। কিন্তু এক শ্রেণির স্বার্থান্বেষী গোষ্ঠী এ অগ্রযাত্রার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় সৎ, যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আলেমসমাজকে অগ্রণী ভূমিকা পালন অব্যাহত রাখতে হবে।

মঙ্গলবার রাজধানীর একটি অডিটোরিয়ামে পল্টন থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত আলেমে দ্বীন ও ইমামগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সামনের জাতীয় সংসদ নির্বাচনে সৎ, যোগ্য ও আল্লাহভীরু প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করবে। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দলীয় এমপিরা কোনো গাড়ি বা ফ্ল্যাট গ্রহণ করবে না এবং দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি চাঁদাবাজ নির্মূল, যানজট ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। জামায়াতে ইসলামী দুর্নীতি করবে না, কাউকে দুর্নীতি করতে দিবে না; জামায়াতে ইসলামী সন্ত্রাসী-চাঁদাবাজি করবে না, কাউকে সন্ত্রাসী-চাঁদাবাজি করতে দিবে না। আলেমদের ঐক্যের মধ্যে দিয়ে জামায়াতে ইসলামী একটি আলোকিত বৈষম্যহীন কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায়। এজন্য তিনি দলমত নির্বিশেষে আলেম সমাজের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page