বিনোদন ডেস্ক,
দেশের শিল্পীদের আন্তর্জাতিক অঙ্গনে প্রাপ্য সম্মান ও মূল্যায়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী ও মডেল সেমন্তী সৌমি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি সরাসরি প্রশ্ন তোলেন—বাংলাদেশি তারকারা বিদেশে কতটা গুরুত্ব পান?
সেমন্তীর মতে, পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির যেভাবে দেশের বাইরে জনস্রোত তৈরি করতে সক্ষম হন, বাংলাদেশের তারকাদের মধ্যে একই রকম সাড়া তোলার ক্ষমতা আপাতত কেবল শাকিব খানের মধ্যেই আছে।
তিনি বলেন, “আমরা যখন বিদেশি তারকাদের আতিথেয়তা দিই, বিশেষভাবে মূল্যায়ন করি—বাংলাদেশি শিল্পীরা সেই মর্যাদা পান না। হানিয়াকে আমরা যতটা প্রায়োরিটি দিয়েছি, যদি সিস্টেম অনুযায়ী টিকিট কাটা হতো, তবে বিপুল ভিড় জমত। আমাদের তারকারা কি আদৌ সে পর্যায়ের মূল্যায়ন পান?”
শাকিব খানকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিদেশে জনতার আগ্রহের বিষয়টি উল্লেখ করে সেমন্তী বলেন, “এখন শাকিব খান দেশের বাইরে গেলে মানুষ উপচে পড়ে। কিন্তু আগে এমনটা দেখা যেত না। শাকিব খান ছাড়া আর কেউ গেলে কি এরকম ভিড় তৈরি হবে? হানিয়া আমিরের মতো দৃশ্য কি দেখা যাবে?”
অভিনেত্রী মনে করেন, দেশের শিল্পীদের প্রতি আন্তর্জাতিক পর্যায়ে আরও সম্মান, প্রচার ও মূল্যায়ন দরকার। তার ভাষ্যে, এ অবহেলার সংস্কৃতি বদল না হলে দেশের শিল্পীরা বৈশ্বিক প্ল্যাটফর্মে তাদের প্রকৃত অবস্থান অর্জন করতে পারবেন না।