October 27, 2025, 11:53 pm
Headline :

৪৯তম বিসিএস পরীক্ষা: আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

৪৯তম বিসিএস পরীক্ষা: আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

নিজস্ব প্রতিবেদক :

আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার সুষ্ঠু আয়োজন ও আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১৮৪টি হলে একযোগে এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করবেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের কন্ট্রোল রুমে দায়িত্ব পালনের জন্য আরও ১০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী, পরীক্ষাকালীন সময় সংশ্লিষ্ট এলাকা ও কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেবেন এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নিয়োগপ্রাপ্তদের আগামী ৬ অক্টোবর সকাল ১১টায় পিএসসি সচিবালয়ের ৭১ মিলনায়তনে ব্রিফিং সেমিনারে উপস্থিত থাকতে হবে। এছাড়া পরীক্ষার দিন ভোর ৪টার মধ্যেই সচিবালয়ে রিপোর্ট করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ নির্দেশ জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page