October 27, 2025, 9:26 pm
Headline :

তারেক রহমানের দেশে ফেরার সময় জানাবেন ফখরুল

তারেক রহমানের দেশে ফেরার সময় জানাবেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা চলছে। লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের পর থেকেই এ নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে।

দলীয় সূত্রের দাবি, তিনি কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরতে পারেন, তবে সুনির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা করা হবে। তিনি বলেন, “আমাদের মহাসচিব দেশে ফিরে সংবাদ সম্মেলনে জানাবেন, কবে তারেক রহমান স্বদেশে ফিরবেন।”

এদিকে, দলীয় নেতাকর্মীরা আশাবাদী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সরাসরি নেতৃত্ব দেবেন তারেক রহমান। ইতোমধ্যেই ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীরা লন্ডনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করছেন।

আরও পড়ুন:

কবে দেশে ফিরবেন তারেক রহমান

লন্ডনে তারেক রহমানের সঙ্গে খন্দকার মোশাররফের সাক্ষাৎ

নেতাকর্মীদের ঐক্যের আহ্বান তারেক রহমানের

বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “দীর্ঘ আন্দোলনের পর মানুষ এখন নির্বাচন চায়। তারা নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশ পরিচালনা দেখতে চায়।”

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন মনে করেন, নিরপেক্ষ সরকারের অধীনে ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া উচিত। তাতে দেশ শান্তির পথে এগোবে।

প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান গত ১৭ বছর ধরে ভার্চুয়ালি রাজনীতিতে সক্রিয় আছেন। তবে এবার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে নেতাকর্মীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস ও প্রত্যাশা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page