October 27, 2025, 9:10 pm
Headline :

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই

নিজস্ব প্রতিবেদক

সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গত শনিবার সন্ধ্যায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে হুমায়ুনকে দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়। তবে সোমবার সকালে তিনি মারা যান।

তার মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

হুমায়ুনের মেয়ে হুমায়রা জানান, “আমার বাবা সকাল সাড়ে আটটার দিকে আইসিইউতে মারা যান।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘর্ষ, ভাঙচুর ও হত্যার মামলায় গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে ছিলেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ২০০৮, ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে আওয়ামী লীগের টিকিটে বিজয়ী হন। তিনি ২০১৯ সালে প্রথম এবং ২০২৪ সালে দ্বিতীয়বার শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page