October 27, 2025, 9:24 pm
Headline :

নির্বাচনের কাজে জড়িতরাও এবার ভোট দিতে পারবেন: সিইসি

নির্বাচনের কাজে জড়িতরাও এবার ভোট দিতে পারবেন: সিইসি

অনলাইন ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন অঙ্গীকারবদ্ধ। রোববার (২৮ সেপ্টেম্বর) সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচনের প্রস্তুতিতে ইতোমধ্যেই কমিশন অনেকদূর এগিয়েছে। দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই এখন ইসির প্রধান লক্ষ্য।

তিনি আরও জানান, এতদিন নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা ভোটাধিকার থেকে বঞ্চিত থাকতেন। এবার তাদেরও ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যা হবে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর আরপিও সংশোধনসহ একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। পোস্টাল ব্যালটের আইনি সুযোগ থাকলেও আগে এর কার্যকর প্রয়োগ হয়নি, সেটি নিয়েও কমিশন কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page