নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভকারীরা জানান, মালয়েশিয়ায় যাওয়ার জন্য গত বছর নির্ধারিত সময়সীমা ছিল ৩১ মে ২০২৪। তবে ভিসা পাওয়া সত্ত্বেও অনেকের ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স হয়নি, আবার কারও সব প্রক্রিয়া সম্পন্ন হলেও তারা যেতে পারেননি। এভাবে প্রায় ১৭ হাজার শ্রমিক দেশ ছাড়তে ব্যর্থ হন।
শ্রমিকদের দাবিসমূহ: যাদের ই-ভিসা হয়েছে কিন্তু ম্যানপাওয়ার হয়নি এবং যাদের সব প্রক্রিয়া সম্পন্ন, উভয় ধরনের কর্মীকেই দ্রুত সময়ে মালয়েশিয়া পাঠাতে হবে। নতুন করে ইন্টারভিউ হোক বা না হোক, কাউকে বাদ দেওয়া যাবে না। অল্প সময়ের মধ্যে নির্দিষ্ট তারিখ ধার্য করে লিখিত স্মারকলিপি প্রদান করতে হবে।

প্রধান উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টার মাধ্যমে এই স্মারকলিপি গ্রহণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে কর্মীদের পাঠাতে ব্যর্থ হলে, ক্ষতিপূরণসহ বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা সরকারকে দ্রুত করতে হবে।
বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার শ্রমিকদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তাই সরকারের প্রতি তারা তাদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।