বিনোদন ডেস্ক
দক্ষিণ ভারতীয় তারকা ও নবগঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগম (TVK)-এর প্রতিষ্ঠাতা থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুরে অনুষ্ঠিত এ সমাবেশে অন্তত ২০ জন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
হাসপাতাল সূত্রে এনডিটিভিকে জানানো হয়, হতাহতদের মধ্যে অধিকাংশই বিজয়ের রাজনৈতিক সমর্থক। তারা সকাল থেকে সমাবেশস্থলে অপেক্ষা করছিলেন। কিন্তু অভিনেতা-রাজনীতিক বিজয়ের বিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ভিড়ের চাপে পদদলিত হয়ে বহু মানুষ আহত হন।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। তিনি করুর জেলা সচিব ভি সেন্টিলবালাজিকে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এক্স-এ দেওয়া বার্তায় তিনি দ্রুত আহতদের চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।
সম্প্রতি চলচ্চিত্রকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন থালাপাতি বিজয়। মুক্তির অপেক্ষায় থাকা তার অভিনীত শেষ ছবি ‘জন নায়ক’-এ তাকে একজন রাজনীতিবিদের ভূমিকায় দেখা যাবে। এটি তার ৬৯তম চলচ্চিত্র। এরপর পুরোপুরি রাজনীতিতে মনোযোগী হবেন তিনি।
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকাদের একজন বিজয়, সাতবার ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় জায়গা করে নিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অর্জন করেছেন দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা।