অনলাইন ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামিক স্টাডিজ ও ইসলামের ইতিহাস নিয়ে অতীতে নানা ষড়যন্ত্র হয়েছে। তবে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
শনিবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি)–এর কোরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম রি-ইউনিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “একটি ফুলে বসন্ত আসে না। বসন্ত মানে বাগানের প্রতিটি গাছে ফুল ফোটা। আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহর ওপর। ক্ষমতা আল্লাহর হাতে—তিনি যাকে চান ক্ষমতায় বসান, আবার সরিয়েও দেন।”
ড. খালিদ হোসেন মনে করিয়ে দেন, বিভাজন ও ছোট মানসিকতা জাতিকে পিছিয়ে দেয়। তাই এমন নেতৃত্ব বেছে নিতে হবে, যিনি ঈমান রক্ষা করবেন এবং ইসলামী মূল্যবোধে সমাজকে এগিয়ে নেবেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজ সদস্য প্রফেসর ড. আবু বকর রফিক, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর আহসানুল্লাহ ভুঁইয়া ও বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান।