বিনোদন ডেস্ক
দীর্ঘদিন পর আবারো চলচ্চিত্রে ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি। তবে এবার তিনি ফিরছেন অভিনয়ে নয়, প্রযোজক হিসেবে। ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে চমকপ্রদ খবর।
ক্যারিয়ারের এক পর্যায়ে প্রযোজনার কাজেও হাত দিয়েছিলেন পপি। মনোয়ার খোকনের পরিচালনায় ‘কিডন্যাপ’, ‘জীবন মানেই যুদ্ধ’সহ কয়েকটি ছবিতে অর্থায়ন করেছিলেন তিনি। কিন্তু সেসব ছবিতে লাভের মুখ না দেখে প্রায় ২০ লাখ টাকা লোকসানের শিকার হন। তবুও হাল ছাড়েননি তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি বলেন, “অভিনয়ে আর ফেরা হবে না, এটা নিশ্চিত। তবে আমার অসমাপ্ত কিছু কাজ শেষ করব। এরপর নতুনভাবে ফিরব প্রযোজক হয়ে।”
তিনি আরও যোগ করেন, “প্রযোজনার প্রতি আমার আগ্রহ বরাবরই ছিল। ভালো গল্পে যুক্ত থাকতে পারলেই আমার ভালো লাগে। দীর্ঘদিনের অভিনয়জীবন আমাকে অনেক অভিজ্ঞতা দিয়েছে। এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই সিনেমা প্রযোজনায়।”
কিছুদিন আগে পপি হঠাৎ আলোচনায় আসেন ব্যক্তিজীবনের কারণে। দীর্ঘদিন পর্দার আড়ালে থাকার পর জানা যায়, তিনি সংসারী হয়েছেন এবং এক পুত্র সন্তানের মা। তখন থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন ছিল—পপি কি আর সিনেমায় ফিরবেন? সেই প্রশ্নের জবাব দিলেন তিনি প্রযোজনার মাধ্যমে ফিরে আসার ঘোষণা দিয়ে।
নায়িকা হিসেবে অসংখ্য হিট ছবি উপহার দেওয়া ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত এই তারকা এখন নতুনভাবে ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছেন। পপির বিশ্বাস, সঠিক গল্পে বিনিয়োগ করতে পারলে এবার আর্থিক সফলতাও আসবে।