October 27, 2025, 9:26 pm
Headline :

সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল বাংলাদেশ: জামায়াত আমির

জামায়াত ক্ষমতায় এলে জনগণকে আর দাবি আদায়ে রাস্তায় নামতে হবে না—ডা. শফিকুর রহমান
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশকে সারা দুনিয়ার সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে এবং শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশে যুগ যুগ ধরে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছে। এই সহাবস্থানের নজির বিশ্ব ইতিহাসে বিরল।”

তিনি জানান, বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্র ‘মডারেট মুসলিম কান্ট্রি’ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ‘রোল মডেল’ হিসেবে আখ্যায়িত করেছে। অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের প্রশংসাও তার বিবৃতিতে উল্লেখ করা হয়।

জামায়াত আমির বলেন, শারদীয় দুর্গোৎসব জাতীয় জীবনে সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে। একই সঙ্গে হিন্দু সম্প্রদায় যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের আহ্বান জানান তিনি।

এ ছাড়া জামায়াতের নেতাকর্মী ও শান্তিপ্রিয় দেশবাসীর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা ও শ্রদ্ধা আমাদের সংস্কৃতির অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page