October 27, 2025, 9:22 pm
Headline :

আগামী নির্বাচনে একপাশে চাঁদাবাজ, অন্যপাশে নতুন বাংলাদেশের ভোটাররা: মিয়া গোলাম পরওয়ার

আগামী নির্বাচনে একপাশে চাঁদাবাজ, অন্যপাশে নতুন বাংলাদেশের ভোটাররা: মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী নির্বাচনে একদিকে থাকবে চাঁদাবাজ, খুনি ও মাস্তানরা, আর অন্যদিকে থাকবে নতুন বাংলাদেশের ভোটাররা। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) খুলনার ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে কোনো এমপি বা মন্ত্রী সরকারি গাড়ি-বাড়ি বা অন্য সুবিধা নেবে না। পারলে অন্য দলও এই অঙ্গীকার করুক।” তিনি আরও জানান, কুরআন-সুন্নাহভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়ে তোলা হলে জুলুম থাকবে না, ইনসাফ কায়েম হবে, কর্মসংস্থান তৈরি হবে, কর্মসংস্থান না পাওয়া বেকারদের ভাতা দেওয়া হবে এবং উৎপাদনমুখী কারিগরি শিক্ষা চালু করা হবে।

এ সময় তিনি ডুমুরিয়ার বিল ডাকাতিয়া এলাকার জলাবদ্ধতা নিরসন ও একটি মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন এবং আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জামায়াতের সহযোগিতার আশ্বাস দেন।

সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম অভিযোগ করেন, “যারা অতীতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, তারা আবারও একই ধারাবাহিকতায় বালু-পাথর চুরি ও দুর্নীতিতে লিপ্ত।”

এছাড়া ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহা. জাহিদুল ইসলাম, জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।

সকাল থেকে বিভিন্ন মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো স্বাধীনতা চত্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page