নিজস্ব প্রতিবেদক
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিস্ট বা দুর্বল সরকার প্রতিষ্ঠিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি মনে করেন, এমন পরিস্থিতি হলে দেশ দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার মুখে পড়বে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
পিআরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন
সালাহউদ্দিন বলেন, “পিআর চাওয়ার মূল উদ্দেশ্য দুটি—এক, বেশি আসন নিশ্চিত করা; দুই, দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, যাতে সংখ্যাগরিষ্ঠ দল ক্ষমতায় আসতে না পারে।” তার মতে, জনপ্রিয়তায় পিছিয়ে থাকা দলগুলোর জন্য এই পদ্ধতি লাভজনক হতে পারে।
সংবিধানের বিধান
বিএনপি নেতা আরও বলেন, সংবিধানে স্পষ্টভাবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা আছে। তাই ভোট পদ্ধতি পরিবর্তনের দাবি সাংবিধানিক নয়। “কোনো দলের অসাংবিধানিক বা অবৈধ আবদার মেনে জাতিকে বিপদে ফেলা যাবে না,” মন্তব্য করেন তিনি।
জরিপ প্রসঙ্গ
জরিপের উদাহরণ টেনে সালাহউদ্দিন বলেন, সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৫৬ শতাংশ মানুষ পিআর সম্পর্কে জানেই না। অথচ জামায়াত দাবি করছে, ৭০ শতাংশ মানুষ পিআর পদ্ধতি চায়। এভাবে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বলে সতর্ক করেন তিনি।