স্পোর্টস ডেস্ক
এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিকে ব্যাটিং শক্তি যাচাইয়ের সুযোগ হিসেবে নিয়েছিল ভারতীয় দল। ওমানের বিপক্ষে কিছুটা সমস্যায় পড়ার পর সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন শিবির ঠিক করেছিল—টস জিতলে আগে ব্যাট করবে। তবে টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং নেওয়ায় ভারতের পরিকল্পনাই সফল হয়।
ফলাফলও এসেছে ইতিবাচক। বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ম্যাচ শেষে সূর্যকুমার বলেন, “টুর্নামেন্টে আমরা প্রথমে ব্যাট করার সুযোগ কম পেয়েছি। তাই বাংলাদেশ ম্যাচে ২০ ওভার ব্যাট করার পরিকল্পনা ছিল। সুপার ফোরে ব্যাটিং পরীক্ষা জরুরি। এখানকার পিচ পরের দিকে ধীর হয়ে যায়, তবে শিশিরের সমস্যা নেই। তাই আমাদের সুযোগটা কাজে লাগাতে চেয়েছি।”
পরিকল্পিত রদবদল
বাংলাদেশের স্পিন আক্রমণ সামলাতে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনে ভারত। বাঁহাতি ও লেগ স্পিনারদের মোকাবেলায় শিভম দুবেকে তিন নম্বরে নামানো হয়। যদিও তিনি বড় রান করতে পারেননি, তবু সূর্যকুমারের মতে, কৌশলগতভাবে সিদ্ধান্তটি সঠিক ছিল।
রান তুলতে না পারার ব্যাখ্যা
প্রথম ১০ ওভারে ৯৬ রান তুললেও শেষ পর্যন্ত ভারতের ইনিংস থামে ১৬৮ রানে। এ বিষয়ে সূর্যকুমার বলেন, “আউটফিল্ড ধীর গতির হওয়ায় ১৮০-১৮৫ রান করা যায়নি। তবে আমাদের বোলিং ইউনিট যদি ১২ থেকে ১৪ ওভার ভালো করে, তাহলে যেকোনো রান নিয়েই জিততে পারব।”
সামনে কী?
বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ফলে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবারের ম্যাচ তাদের জন্য এখন নিয়মরক্ষার। অন্যদিকে ভারতের জয়ে শ্রীলঙ্কার বিদায়ও নিশ্চিত হয়েছে। ফাইনালে ভারতের প্রতিপক্ষ নির্ধারণে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।