July 28, 2025, 8:28 am
Headline :
সমন্বয়কদের চাঁদা দাবির খবরে বেদনায় নীল হয়ে গিয়েছি: মির্জা ফখরুল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রতিনিধি দলের সাথে বিএনপি’র বৈঠক প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন স্কুলগুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন বিএনপি’র আহবায়ক গোলাম রসুল রাজাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ রৌমারীর যাদুর চরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণ সংযোগ কুড়িগ্রামে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত মাইলস্টোনে বিমান বিধ্বস্তের দুর্ঘটনায়নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা সিদ্ধিরগঞ্জে দোয়া তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ মিছিল সিদ্ধিরগঞ্জে চাদার টাকা না পেয়ে মুক্তিযোদ্ধার দোকান ভাঙচুর নির্বাচনকে পিছিয়ে নেয়ার জন্য ষড়যন্ত্র করছে: গিয়াস উদ্দিন

ডিএসইর লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ আগস্ট) পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।  

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭শ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে ১২২০ ও ২০৮৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৫৫৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ২২০ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৭৭৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।  

রোববার ডিএসইতে ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৪টি কোম্পানির, কমেছে ২৪০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো- মিডল্যান্ড ব্যাংক, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, অলিম্পিক, ব্রাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বেক্সিমকো ফার্মা, লাভেলো আইসক্রিম ও এনআরবি ব্যাংক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৩৭৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৩১টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির কোম্পানির শেয়ার দর।

রোববার সিএসইতে ২৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ১৫ টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৩ কোটি ২২ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page