October 27, 2025, 7:31 pm
Headline :

এস আলমের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ

এস আলমের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার মহানগর দায়রা জজ আদালত এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের আবেদনের প্রেক্ষিতে বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

আসামিদের মধ্যে রয়েছেন—এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাসান। দুদকের উপপরিচালক তাহাসিন মোনাবিল হক তাদের বিরুদ্ধে আদালতে আবেদন জানান।

আবেদনে বলা হয়, পরস্পরের যোগসাজশে আসামিরা এএম ট্রেডিং নামে ভুয়া প্রতিষ্ঠান সৃষ্টি করে জাল নথি ব্যবহার করেছেন। ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে আত্মসাৎ করেছেন ১০৪ কোটি টাকারও বেশি। সাইফুল আলম এই অর্থ এস আলম সুপার এডিবল ওয়েলের স্বার্থে স্থানান্তর ও পুনর্বিন্যাস করেছেন, যার অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ৩৪০ কোটি টাকা। এই কর্মকাণ্ড দণ্ডবিধি ১৮৬০ এর, ৪০৯, ১০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ধারা ৪(২) ও ৪(৩)-এর আওতাভুক্ত।

দুদক জানায়, তাদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ দণ্ডবিধি ১৮৬০ সালের একাধিক ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর আওতাভুক্ত। তদন্ত চলাকালীন সময়ে তাদের আটক করার চেষ্টা করা হলেও সবাই বিদেশে পলাতক রয়েছেন।

এ অবস্থায় আদালতের নির্দেশে আসামিদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page