স্পোর্টস ডেস্ক
এশিয়া কাপে আজ (বুধবার) সবচেয়ে বড় পরীক্ষায় নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারত। পরিসংখ্যান বলছে, দুই দলের টি-টোয়েন্টি ইতিহাসে ১৭ বার মুখোমুখি লড়াইয়ে মাত্র একবার জিতেছে টাইগাররা। তবু ক্রিকেট অনিশ্চয়তার খেলা—অঘটনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ম্যাচের আগে কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছিল অধিনায়ক লিটন দাসকে নিয়ে। অনুশীলনে পিঠে টান পড়লেও চোট গুরুতর নয়। তাই তাকে নিয়েই একাদশ সাজাতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
একাদশে একটি পরিবর্তন আসতে পারে। লঙ্কানদের বিপক্ষে জয়ের ম্যাচে শরিফুল ইসলাম ৪ ওভারে খরচ করেছিলেন ৪৯ রান। তার পরিবর্তে আজ দলে জায়গা পেতে পারেন পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব, যিনি ভারতের বিপক্ষে ইতিপূর্বে ভালো বোলিং করেছেন।
সম্ভাব্য একাদশ
১. সাইফ হাসান
২. তানজিদ হাসান তামিম
৩. লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক)
৪. তাওহিদ হৃদয়
৫. শামীম হোসেন পাটোয়ারী
৬. জাকের আলী
৭. শেখ মেহেদী হাসান
৮. নাসুম আহমেদ
৯. তাসকিন আহমেদ
১০. তানজিম হাসান সাকিব
১১. মোস্তাফিজুর রহমান