October 27, 2025, 7:01 pm
Headline :

নির্বাচনে আ. লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান মির্জা ফখরুল

নির্বাচনে আ. লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণের পক্ষে মত দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের কলকাতার বাংলা দৈনিক ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত হওয়া উচিত। সোমবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

মির্জা ফখরুল বলেন, “আমরা চাই আওয়ামী লীগ ও তাদের শরিকরা, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক। একটা নিরপেক্ষ নির্বাচন হোক।” এ বিষয়ে তিনি আরও উল্লেখ করেন, “এই অবস্থান নেওয়ার কারণে অনেকে আমাকে ভারতের এজেন্ট কিংবা আওয়ামীর দালাল বলে সমালোচনা করছেন। কিন্তু শেখ হাসিনা যেমন ১৫ বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে দেননি, আমরাও সেই ভুল করব না। জনগণ এত প্রাণহানি আর রক্ত দেখেছে যে, আওয়ামী-বিরোধিতা তাদের মনে প্রবলভাবে রয়েছে।”

জামায়াত ইস্যুতে তিনি বলেন, আসন্ন নির্বাচনে জামায়াত ৩০টি আসনের দাবি করেছে, তবে বিএনপি তাতে সাড়া দেয়নি। “আমরা খুবই সীমিত সংখ্যার কথা বলেছি, যা তাদের পছন্দ হয়নি। আপনাদের আশ্বস্ত করছি, জামায়াতকে আর আমরা মাথায় তুলব না। তারা যে শক্তিশালী নয়, অথচ আমরা অকারণে তাদের বেশি গুরুত্ব দিয়েছি। এখন তারা প্রস্তুতি নিচ্ছে, প্রার্থীর নামও ঘোষণা করছে। কিন্তু দেশের মানুষ নির্বাচন চায়, সেনাবাহিনীও নির্বাচন চায়, ড. মুহাম্মদ ইউনূসও একই দাবি তুলেছেন।”

ভারতের প্রভাব নিয়ে প্রশ্নে ফখরুল বলেন, “ভারত মুক্তিযুদ্ধের সময় সহযোগী ছিল, কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল। ভৌগোলিকভাবে বাংলাদেশ তিন দিক দিয়ে ভারতের সীমানায়। তাই ভারতের প্রভাব থাকবেই। তবে সমস্যা হলো, ভারত শুধু আওয়ামী লীগকেই বাংলাদেশ ভেবেছে। তারা বিএনপি ও জামায়াতকে এক কাতারে ফেলেছে, যা বাস্তবতা নয়। বিএনপি একটি অসাম্প্রদায়িক, মধ্যপন্থী গণতান্ত্রিক দল, মুক্তিযুদ্ধের সংবিধান রক্ষার লড়াই আজও আমরা চালিয়ে যাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page