অনলাইন ডেস্ক
রোহিঙ্গা সংকট মোকাবিলা শুধু সহায়তা বাড়ানোর বিষয় নয়, বরং ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করাও জরুরি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত “সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি” শীর্ষক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে তিনি এ বক্তব্য দেন।
ড. ইউনূস বলেন, “বিশ্ব এখন বহুমুখী সংকটের মুখোমুখি—জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়ছে, বৈষম্য তীব্র হচ্ছে, ন্যায় ও শান্তির লড়াই মানবতাকে কঠিন পরীক্ষায় ফেলছে।”
তিনি আরও বলেন, “আমাদের অর্থনীতি এমনভাবে সাজাতে হবে যাতে মানুষের কল্যাণ, সামাজিক ন্যায়বিচার এবং পরিবেশ সংরক্ষণ সর্বাধিক গুরুত্ব পায়। এই চ্যালেঞ্জিং বাস্তবতায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই আমরা ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি।”
জাতিসংঘের বাজেট কমানো বা আন্তর্জাতিক সহায়তা হ্রাস পাওয়ার ঝুঁকি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “এটি বাংলাদেশের জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে। বরং এখনই প্রয়োজন আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং রোহিঙ্গা সংকটের ন্যায়সঙ্গত সমাধানের পথ তৈরি করা।”
এর আগে স্থানীয় সময় বিকেল ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টা, পাশাপাশি বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা।