নিজস্ব প্রতিবেদক
কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগালের মতো চার পশ্চিমা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
রোববার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে অবস্থান করেছে। তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে আমরা ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে আসছি। কাজেই চার দেশের এই স্বীকৃতি অবশ্যই ইতিবাচক ও আশাব্যঞ্জক ঘটনা।”
তিনি আরও বলেন, “এটি ফিলিস্তিনের স্বাধীনতার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে পূর্ণ স্বাধীনতার জন্য তাদের আরও সংগ্রাম বাকি।”
তৌহিদ হোসেন আশাবাদ ব্যক্ত করে জানান, ফ্রান্সও শিগগির ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। তা হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চারটির কাছ থেকেই স্বীকৃতি পাবে ফিলিস্তিন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন পররাষ্ট্র উপদেষ্টা। গত শুক্রবার রাতে তিনি ঢাকা ত্যাগ করেন।