October 27, 2025, 4:42 pm
Headline :

তিন জেলায় নতুন ডিসি

তিন জেলায় নতুন ডিসি
মোহাম্মদ আনোয়ার হোসাইন, আব্দুল আউয়াল ও মনিরা হক

নিজস্ব প্রতিবেদক:

সরকার রোববার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। নরসিংদীর নতুন ডিসি হয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন। আর নওগাঁর ডিসি পদে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হক।

চট্টগ্রামের সাবেক ডিসি ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। নরসিংদীর সাবেক ডিসি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারি উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। জেলা প্রশাসক কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে জেলার প্রশাসনিক দায়িত্ব পালন করেন।

ডিসির দায়িত্বের মধ্যে রয়েছে জেলার সাধারণ প্রশাসন পরিচালনা, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভূমি ব্যবস্থাপনা। এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি ও সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে জেলা প্রশাসক তদারকি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page