নিজস্ব প্রতিবেদক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটি কোনো কৃত্রিমভাবে গঠিত নেই; কঠোর লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই বিএনপি এই পর্যায়ে এসেছে। তিনি আরও জানান, বিএনপির বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে, সেগুলো ভবিষ্যৎতে ব্যর্থ হবে।
শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, “আশপাশের রাজনৈতিক দলগুলোও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে — এমনকি কিছু দল ১৯৭১ ও মুক্তিযুদ্ধের সময় ভিন্ন অবস্থান নিয়েছিল — তবু তারা ভুল বুঝে বসেছে। অতীতেও ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি পুনরায় জেগে উঠেছে; যারা বিএনপিকে ভাঙতে চেয়েছে, তারা শেষ পর্যন্ত পরাজিত হয়েছে।”
মির্জা ফখরুল বলেন, “এবারের নির্বাচনের সুযোগে দায়িত্ব গ্রহণ করে দেশকে পুনর্গঠন করা হবে; সময় এসেছে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দেশ বিনির্মাণের কাজ এগিয়ে নেওয়ার।”
সম্মেলনে তিনি দলীয় ঐক্য ও সংগঠনের শক্তি বজায় রাখার ওপর জোর দেন এবং নেতাকর্মীদের মনে করিয়ে দেন যে গণতান্ত্রিক লড়াইয়ের ধারাকে অব্যাহত রাখতে হবে।