নিজস্ব প্রতিবেদক
আগামী ২১ সেপ্টেম্বর আংশিক সূর্যগ্রহণ ঘটবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তবে এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাটি বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না।
আইএসপিআর জানায়, গ্রহণটি শুরু হবে ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ ঘটবে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এবং শেষ হবে রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। পুরো গ্রহণ স্থায়ী হবে প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।
এই সূর্যগ্রহণ নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকা থেকে দেখা যাবে। গ্রহণের কেন্দ্রীয় গতিপথ শুরু হবে যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপ থেকে এবং অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপে গিয়ে শেষ হবে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যগ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০ দশমিক ৮৫৫।