October 27, 2025, 10:13 am
Headline :
জায়েদ খানের বিয়ের গুঞ্জন: সত্যি নাকি শুধু আলোচনার বিষয়? আর্জেন্টিনার সংসদ নির্বাচনে প্রেসিডেন্ট মাইলির দলের বিপুল জয় সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা সালাহউদ্দিন আহমদের ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাব বাংলাদেশে সীমিত উপকূলে হালকা বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া অধিদপ্তর হবিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বাস উল্টে নিহত ১, আহত অন্তত ৩০ হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস খাদে উল্টে নিহত ১, আহত ২০ জলাভূমি ও দেশীয় মাছ বাঁচাতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করো না’— দাফন শেষে আহাজারিতে ভারী কালামের বাড়ি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বৃহস্পতিবার ইসির সঙ্গে ৩১ মন্ত্রণালয়ের বৈঠক

রূপচর্চায় হিমালয়ান পিঙ্ক সল্ট: সৌন্দর্যচর্চার গোপন রহস্য

রূপচর্চায় হিমালয়ান পিঙ্ক সল্ট: সৌন্দর্যচর্চার গোপন রহস্য

লাইফস্টাইল ডেস্ক :

সৌন্দর্যের যত্নে নানা উপাদান ব্যবহৃত হলেও হিমালয়ান পিঙ্ক সল্ট এখন দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু রান্না বা স্বাস্থ্যসেবাতেই নয়, রূপচর্চায়ও এই প্রাকৃতিক গোলাপি লবণের ব্যবহার ত্বককে করতে পারে সতেজ, উজ্জ্বল ও মসৃণ।

হিমালয়ান পিঙ্ক সল্ট মূলত হিমালয় পর্বতের পাদদেশে পাওয়া যায়। এতে রয়েছে সোডিয়াম ক্লোরাইড ছাড়াও ম্যাগনেশিয়াম, ক্যালসিয়ামসহ বেশ কিছু খনিজ উপাদান, যা ত্বকের পিএইচ স্তর নিয়ন্ত্রণে রাখতে ও ভেতর থেকে ত্বককে পুষ্টি জোগাতে বিশেষ ভূমিকা রাখে।

চলুন জেনে নিই, এই বিশেষ লবণের কী কী উপকারিতা আছে এবং কীভাবে এটি ব্যবহার করা যায়—

১. বলিরেখা দূর করতে সাহায্য করে

বয়স বাড়ার সঙ্গে ত্বকে বলিরেখা দেখা দেওয়া স্বাভাবিক। তবে চাইলে হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে তৈরি টোনার ব্যবহার করতে পারেন।
প্রস্তুত প্রণালী:

আধা কাপ পানিতে আধা চা চামচ পিঙ্ক সল্ট, ১ চা চামচ নারিকেল তেল ও ২ ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন।

মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে নিন।

নিয়মিত মুখে স্প্রে করলে ত্বক টানটান হবে এবং বলিরেখা হালকা হয়ে আসবে।

২. ত্বক উজ্জ্বল ও লাবণ্যময় করে যারা উজ্জ্বল ত্বক চান, তাদের জন্য পিঙ্ক সল্ট বেশ কার্যকর।
ব্যবহারবিধি: রাতে এক চিমটি পিঙ্ক সল্ট পানিতে ভিজিয়ে রাখুন। সকালে সেই পানি দিয়ে মুখ ধুলেই ত্বক ঝলমলে হয়ে উঠবে। সপ্তাহে অন্তত দু’বার ব্যবহার করলে রুক্ষতা কমে ত্বকে প্রাণ ফিরে আসে।

৩. ব্রণ কমাতে সহায়ক

ব্রণের সমস্যায় ভোগা অনেকের জন্য এটি প্রাকৃতিক সমাধান। ফেসপ্যাক রেসিপি: ২ চা চামচ মুলতানি মাটির সঙ্গে ¼ চা চামচ পিঙ্ক সল্ট নিন। এতে গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে ব্রণ কমে যাবে।

৪. ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে

ত্বকের অতিরিক্ত তৈলাক্তভাব বা শুষ্কতা কমাতে ত্বকের পিএইচ লেভেল সমান রাখা জরুরি। ব্যবহারবিধি: ২ চা চামচ পিঙ্ক সল্ট ও ৪ চা চামচ কাঁচা দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার ব্যবহার করলে ত্বক স্বাভাবিক ভারসাম্যে থাকবে।

৫. মৃত কোষ দূর করে প্রাকৃতিক স্ক্রাবের কাজ করে

পিঙ্ক সল্ট একটি দারুণ প্রাকৃতিক স্ক্রাব।

স্ক্রাব তৈরির নিয়ম:

১ চা চামচ পিঙ্ক সল্ট, ১ টেবিল চামচ নারিকেল তেল ও ১ চা চামচ শুকনো গোলাপের পাপড়ি মিশিয়ে নিন। আলতো করে মুখে ম্যাসাজ করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’দিন ব্যবহার করলে মৃত কোষ দূর হয়ে ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ।

সতর্কতা

যাদের ত্বক অত্যন্ত সংবেদনশীল, তারা ব্যবহারের আগে সামান্য অংশে পরীক্ষা করে নেবেন। চোখের আশপাশে সরাসরি ব্যবহার এড়িয়ে চলুন। সৌন্দর্যের যত্নে প্রাকৃতিক উপাদান সবসময়ই নির্ভরযোগ্য। হিমালয়ান পিঙ্ক সল্ট শুধু খাবারেই নয়, বরং নিয়মিত রূপচর্চায় ব্যবহার করলে ত্বককে করবে আরও দীপ্তিময় ও সুস্থ।

সূত্র: হেলথ লাইন, বি বিউটিফুল ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page