October 27, 2025, 4:46 pm
Headline :

নিজেরা বিভক্ত হলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাব: প্রধান উপদেষ্টা

নিজেরা বিভক্ত হলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাব: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নিজেদের মধ্যে বিভক্ত হলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়ে যাব। তিনি বলেন, “আমরা ব্যর্থ হতে চাই না; চাই নতুন বাংলাদেশ গড়তে, যেখানে সব নাগরিক সমান অধিকার ভোগ করবেন।”

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গোৎসব উপলক্ষে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা।

তিনি আরও বলেন, “আমরা এমন রাষ্ট্র গড়তে চাই, যা দেখে বিশ্ব আমাদের অনুসরণ করবে। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।”

ধর্মীয় স্বাধীনতার প্রসঙ্গ টেনে ড. ইউনূস বলেন, “রাষ্ট্র কোনো ধর্মকে আলাদা করে দেখবে না। সব ধর্মের মর্যাদা দিতে সরকার বাধ্য। ধর্মীয় উৎসব মুক্ত পরিবেশে পালিত হতে হবে—কেবল নিরাপত্তা বেষ্টনীর ভেতর নয়, বরং সবাইকে নিয়ে আনন্দঘন পরিবেশে।”

এর আগে সোমবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পূজা উদ্‌যাপন পরিষদের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। সেখানেই নেতারা তাঁকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বলেন, পূজা উপলক্ষে প্রতিবছর অন্তত একবার ধর্মীয় নেতাদের সঙ্গে সরাসরি দেখা ও মতবিনিময়ের সুযোগ হয়। নেতারা তাঁকে জানান, গত বছরের তুলনায় এবার দেশে আরও এক হাজারের বেশি পূজামণ্ডপে আয়োজন হচ্ছে, আর প্রস্তুতিও জোরেশোরে চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page