নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত বিরোধের কারণে যারা রাস্তা অবরোধ করেছেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “রাস্তা অবরোধ করার অধিকার কারও নেই। তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রেখেছে। এটা কোনো অবস্থায় বরদাশত করা হবে না। যদি আজকের মধ্যে এই সমস্যা সমাধান না হয়, আমরা আইন প্রয়োগ করতে বাধ্য হব।”
উপদেষ্টা জানান, কোর কমিটির সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এ সময় আসন্ন নির্বাচন, পুলিশের প্রশিক্ষণ, ছিনতাই, চুরি-ডাকাতি ও সীমান্ত সংক্রান্ত বিষয়ও আলোচিত হয়েছে।
ফরিদপুরের দুটি ইউনিয়ন নিয়ে তিনি বলেন, “এই ইউনিয়ন দুটি পূর্বে যে সংসদীয় আসনে ছিল, সেখান থেকে অন্য আসনে স্থানান্তর করা হয়েছে। এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এর ফলে এলাকায় কিছু মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। তবে তাদের উচিত ছিল যথাযথ চ্যানেলের মাধ্যমে মত প্রকাশ করা। জনদূর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।”
তিনি আরও বলেন, “এই দুটি ইউনিয়নের ভোটার সংখ্যা থাকা সত্ত্বেও লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখা ঠিক নয়। যদি সমস্যাটি আজকের মধ্যে সমাধান না হয়, আমরা আইন প্রয়োগে বাধ্য হব।”