নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় ধনু নদে ভয়াবহ স্পিডবোটডুবির ঘটনায় তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে এক শিশু।
শুক্রবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বরযাত্রী বহনকারী স্পিডবোটটি যাত্রার আগে হাওরে ঘুরতে বের হয়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে স্পিডবোটটি উল্টে যায়। এতে বোটে থাকা চারজন নিখোঁজ হন এবং আরও কয়েকজন আহত হন।
মৃতদের মধ্যে আছেন—মোফায়েল মিয়ার মেয়ে ঊষামণি (৫), স্বপন মিয়ার মেয়ে লায়লা আক্তার (৭) ও সামছু মিয়ার মেয়ে সামিয়া (১১)। এখনও নিখোঁজ আছেন নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮)।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দলও টানা দুই দিন ধরে নদীতে তল্লাশি চালাচ্ছে। তবে নদীর গভীরতা ও প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন খালিয়াজুরির ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ কাদের।
স্থানীয়রা জানান, বরযাত্রার জন্য স্পিডবোট ভাড়া করা হয়েছিল। কিন্তু রওনা হওয়ার আগেই বোটে থাকা কয়েকজন মিলে নদীতে ভ্রমণে বের হন। তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।