নিজস্ব প্রতিবেদক
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আরোপিত ৩৪ ঘণ্টার প্রবেশ নিষেধাজ্ঞা উঠে গেছে। বুধবার সকাল ৬টা থেকে সাধারণ মানুষ আবারও ঢুকতে পারছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে।
সোমবার রাত ৮টা থেকে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর টানা দেড় দিন বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ বন্ধ ছিল। কেবল বৈধ পরিচয়পত্রধারী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, সাংবাদিক ও জরুরি সেবার যানবাহন প্রবেশ করতে পেরেছিল।
সকাল থেকে শাহবাগ, দোয়েল চত্বর, ফুলার রোড, শিববাড়ি ক্রসিং, নীলক্ষেত, উদয়ন স্কুল ও পলাশী গেট দিয়ে স্বাভাবিক যাতায়াত শুরু হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি সাধারণ পথচারী ও বহিরাগতরাও প্রবেশ করছেন। যানবাহনও ধীরে ধীরে স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, নির্বাচনের সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, দীর্ঘ ছয় বছর পর মঙ্গলবার অনুষ্ঠিত হয় বহুল আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ শেষে ফলাফলে দেখা যায়, শীর্ষ তিন পদেই জয় পেয়েছেন ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খান।