স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান দীর্ঘ সময় ধরে দেশের বাইরে রয়েছেন। ব্যক্তিগত ও আইনি বিভিন্ন ইস্যুর কারণে তিনি মাঠের বাইরে রয়েছেন, এবং সেই সঙ্গে জাতীয় দলেও অনুপস্থিত।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এতে অনেকেই জানতে চাচ্ছেন, তিনি বোর্ডে আসলে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা কতটা সম্ভব হবে।
এই বিষয়ে সম্প্রতি এক পডকাস্টে তামিম ইকবাল বলেন,
“সে একজন অ্যাকটিভ ক্রিকেটার। সে বাংলাদেশের ক্রিকেটার। এখন সে যদি ফিট থাকে, অনুশীলন করতে পারে এবং নির্বাচকরা যদি তাকে দলে রাখার যোগ্য মনে করেন, অবশ্যই সে নির্বাচিত হবে। তবে তাকে দেশে ফেরানো বা আইনি বিষয়গুলো আমার হাতে নেই।”
সাকিবের বিরুদ্ধে বর্তমানে একাধিক আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে তামিম আরও বলেন,
“তার বিরুদ্ধে মামলা আছে, সে যদি সেগুলোর মুখোমুখি হতে পারে এবং জাতীয় দলের অনুশীলনে অংশ নিতে পারে, তাহলে অবশ্যই তার জন্য জাতীয় দলের দরজা খোলা থাকবে। সে বাংলাদেশের ক্রিকেটার।”
তিনি আরও বলেন,
“কোনো মামলা আদালতে চলা বা নিষ্পত্তি হওয়া বিসিবির বিষয় নয়। সাকিবকে দেশের হয়ে খেলতে হলে আগে দেশে ফিরতে হবে, অনুশীলন করতে হবে। এটাই বাস্তবতা। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একান্তই তার নিজের।”