নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আরেক দল আবার ২০২৪ সালের গণ-অভ্যুত্থান বিক্রি করছে। জুলাইয়ের অভ্যুত্থান নিয়ে বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না, এটি পুরোপুরি বাংলাদেশের মানুষের অবদান।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আরেক দল চব্বিশ বিক্রি করছে। কিন্তু জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে বিএনপি কোনো দাবি করছে না। এটি জনগণের অর্জন।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক লড়াই করলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হবে। শেখ হাসিনার বিদায়ের পর জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা পূরণ করতে না পারলে কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ নেই।”
বিএনপির এ নেতা মনে করেন, দেশকে বর্তমান চিন্তাভাবনা থেকে বের হয়ে আসতে হবে। গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়েই সংকটের সমাধান সম্ভব। তিনি সতর্ক করে বলেন, বিপ্লব-পরবর্তী যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি, সেসব দেশ দাবিদাওয়ার ভারে জর্জরিত হয়ে গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে।
অর্থনীতির প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, “অন্তর্বর্তী সরকারের সময়ে বিনিয়োগে অনিশ্চয়তা থাকলেও নির্বাচন ঘোষণার পর থেকে ব্যবসায়ীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন।”
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়া, উন্নয়নের নামে জনগণকে বঞ্চিত না করে পরিকল্পিতভাবে দেশ পরিচালনা করার প্রতিশ্রুতিও দেন তিনি।