October 27, 2025, 12:25 pm
Headline :
নির্বাচনের প্রস্তুতি ৯০-৯৫ শতাংশে: ইসি সচিব যুক্তরাষ্ট্রে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ আকবর পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে ৯টি বিভাগ বন্ধ, কম শিক্ষার্থী ভর্তির কারণে জাপানে এক লাখ দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের অগ্রগতি: প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ কিবরিয়ার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, টাকার অঙ্ক ৩৮ লাখের বেশি ঢাবির জহুরুল হক হলে ধূমপান নিষিদ্ধ, মাদক সেবনে বহিষ্কার বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমানো হবে: আমীর খসরু ৫৬৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানের সঙ্গে থাকা ১২ আসামির জামিন দীর্ঘ ২০ বছর পর যৌথ অর্থনৈতিক কমিশন: পাকিস্তান বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি প্রায় এক হাজার

দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেগঘন স্বীকারোক্তি

দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেগঘন স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দাঁড়িয়ে তিনি অশ্রুসিক্ত চোখে গণহত্যার শিকার পরিবার, আহত ব্যক্তিরা ও সমগ্র জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল তার জবানবন্দি রেকর্ড করে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ৩৬তম সাক্ষী হিসেবে হাজির হন এই সাবেক পুলিশপ্রধান।

আইজিপি মামুন বলেন, “আমার দীর্ঘ ৩৬ বছরের চাকরি জীবনে কখনো ব্যক্তিগতভাবে কোনো অভিযোগ আসেনি। কিন্তু কর্মজীবনের শেষ পর্যায়ে এ ধরনের ভয়াবহ গণহত্যা আমার দায়িত্বে থাকা অবস্থায় সংঘটিত হয়েছে। এ দায় আমি স্বীকার করছি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই এ হত্যাযজ্ঞ ঘটানো হয়েছিল।”

তিনি আরও বলেন, “আমার সত্য বর্ণনা যদি জাতির কাছে প্রকৃত ঘটনা উদঘাটনে সহায়তা করে, তবে হয়তো জীবনের অবশিষ্ট সময়টা কিছুটা হলেও অপরাধবোধ থেকে মুক্তি পাব।”

সাবেক এই আইজিপি জানান, সরকারের নির্দেশে বৈষম্যবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছিল। এতে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, তার জন্য তিনি গভীর লজ্জা ও অনুতাপ প্রকাশ করেন।

প্রসিকিউশনের পক্ষে এদিন শুনানি করেন প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। তাদের সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ানসহ আরও অনেকে।

সাক্ষ্যগ্রহণের ১১তম দিনে মামুনের জবানবন্দি দুপুর ১২টার আগে থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গ্রহণ করা হয়। আগামীকাল বুধবার (৩ সেপ্টেম্বর) তাকে জেরা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page