নিজস্ব প্রতিবেদক:
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ (মঙ্গলবার) সাক্ষ্য দেবেন রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামুন ক্যামেরা ট্রায়ালে জবানবন্দি দেবেন বলে জানিয়েছে প্রসিকিউশন।
এর আগে, ১০ জুলাই মামুন ট্রাইব্যুনালে স্বপ্রণোদিতভাবে রাজসাক্ষী হতে চেয়েছেন এবং নিজের দায় স্বীকার করেন।
এ মামলায় এখন পর্যন্ত ৩৫ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। সাক্ষীদের বর্ণনায় গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে দেশজুড়ে হত্যাযজ্ঞের বীভৎস চিত্র উঠে এসেছে। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।
গত ১ সেপ্টেম্বর দশম দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। এদিন ছয়জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন, এর মধ্যে রয়েছেন চিকিৎসক, সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী।
মামলার আনুষ্ঠানিক অভিযোগ গত ১০ জুলাই গঠিত হয়। প্রসিকিউশন অভিযোগ আনে পাঁচটি মানবতাবিরোধী অপরাধের। আনুষ্ঠানিক অভিযোগের পৃষ্ঠাসংখ্যা ৮,৭৪৭, যার মধ্যে তথ্যসূত্র ২,০১৮ পৃষ্ঠা, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি ৪,০০৫ পৃষ্ঠা এবং শহীদদের তালিকার বিবরণ ২,৭২৪ পৃষ্ঠা। মামলায় ৮১ জন সাক্ষী রয়েছেন।