October 27, 2025, 4:50 pm
Headline :

সাজানো নির্বাচনে দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না: গোলাম পরওয়ার

সাজানো নির্বাচনে দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে না হলে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল তাতে অংশ নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত “পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনিভিত্তি” শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, “আগামী নির্বাচন নিয়ে জনগণের মনে শঙ্কা রয়েছে। সাজানো নির্বাচনে জনগণের আস্থা নেই। পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন হলে যোগ্য ও সৎ মানুষ সংসদে যেতে পারবে।”

তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তবে বেশিরভাগ ভোটারের প্রতিনিধিত্বকারী দলগুলো এই পদ্ধতি সমর্থন করছে। তিনি স্পষ্ট করেন, “গণভোটে পিআর পদ্ধতি গ্রহণযোগ্য না হলে আমরাও দাবি থেকে সরে আসব।”

রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিদ্যমান রাষ্ট্র কাঠামোয় পরিবর্তন না হলে যে দলই ক্ষমতায় যাক না কেন, স্বৈরাচার প্রতিষ্ঠিত হবে।

তিনি অধ্যাদেশ কিংবা গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার এবং আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page