নিজস্ব প্রতিবেদক
থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য বা সহায়তা প্রদানকারীদের জন্য নগদ পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার। সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, পিস্তল ও শটগান উদ্ধারে ৫০ হাজার, চাইনিজ রাইফেল ও এসএমজি উদ্ধারে ১ লাখ এবং এলএমজি উদ্ধারে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া প্রতিটি গুলি বা কার্তুজ উদ্ধারে সহযোগিতা করলে ৫০০ টাকা করে দেওয়া হবে।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান উপদেষ্টা। তিনি বলেন, “কোথাও অনিয়ম হলে সঙ্গে সঙ্গে জানাতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর অনেকেই আত্মীয় পরিচয় দিচ্ছে, এরকম কেউ এলে তাৎক্ষণিক রিপোর্ট করতে হবে।”
গাজীপুরে পুলিশ কমিশনার যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং আইজিপি ইতোমধ্যেই কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
ভারতে একজন পুলিশ সদস্য আটক হওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ইন্টারপোলসহ বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে তাকে দ্রুত দেশে ফেরানো হবে।
এছাড়া তিনি শিশুদের মাতৃদুগ্ধ খাওয়ানোকে সমন্বিতভাবে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আগামী নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। জনগণ ও রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল হলে নির্বাচনী সহিংসতা, ছিনতাই ও চাঁদাবাজি অনেকটাই কমে যাবে।