September 11, 2025, 8:16 am
Headline :
নেপালে অন্তর্বর্তী সরকার গঠনের বৈঠক আজ, জেন-জি প্রস্তাব করল সুশীলা কারকির নাম কাতারের পর এবার ইয়েমেনে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৩৫ বাংলাদেশ–শ্রীলঙ্কার পর নেপাল: প্রতিবেশীর অস্থিরতায় উদ্বিগ্ন দিল্লি হেলিকপ্টারের দড়ি আঁকড়ে পালালেন নেপালের মন্ত্রীরা আন্দোলন হাইজ্যাক হয়েছে, দাবি নেপালের তরুণদের নেপালে আটক বাংলাদেশিরা নিরাপদ, পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরবেন কুড়িগ্রামে বিজিবির অভিযান: ৭ দিনে ২ কোটি টাকার মাদক ও পণ্য জব্দ ইসরায়েলের সঙ্গে সব ধরণের বাণিজ্য ও আকাশসীমা বন্ধ করেছে তুরস্ক গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার রাজশাহীতে কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধারনিজস্ব প্রতিবেদক

আজ থেকে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শুনানি শুরু

আজ থেকে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শুনানি শুরু হচ্ছে আজ রবিবার (২৪ আগস্ট)। নির্বাচন কমিশনের (ইসি) এ প্রক্রিয়া চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।

ইসি সূত্র জানায়, প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের ৬৮৩টি দাবি-আপত্তি শোনা হবে। ২৫ আগস্ট খুলনা অঞ্চলের ৯৮টি, বরিশালের ৩৮১টি এবং চট্টগ্রামের ২০টি দাবি-আপত্তির শুনানি অনুষ্ঠিত হবে।

২৬ আগস্ট ঢাকার ৩১৬টি দাবি-আপত্তি শোনা হবে। আর ২৭ আগস্ট রংপুরের ৭টি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের ৩টি, ফরিদপুরের ১৮টি এবং সিলেট অঞ্চলের ২টি শুনানি হবে।

গত ১০ আগস্ট পর্যন্ত সংসদীয় আসনের সীমানা নিয়ে ইসিতে মোট ১,৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে, যা ৮৩টি আসন সংশ্লিষ্ট। এসব পর্যালোচনা ও নিষ্পত্তির পরই চূড়ান্ত সীমানা ঘোষণা করা হবে।

খসড়া প্রকাশ ও পরিবর্তন: গত ৩০ জুলাই ইসি ৩০০ আসনের নতুন সীমানার খসড়া প্রকাশ করে। এতে ভোটার সংখ্যার ভারসাম্য আনতে গিয়ে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়। অন্যদিকে বাগেরহাটে চারটি আসন কমিয়ে ৩টি করার প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়া ৩৯টি আসনে পরিবর্তন আনা হয়।

পরিবর্তিত আসনগুলো হলো—পঞ্চগড়-১ ও ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১ ও ২; সাতক্ষীরা-৩ ও ৪; শরিয়তপুর-২ ও ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫; সিলেট-১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩; কুমিল্লা-১, ২, ১০ ও ১১; নোয়াখালী-১, ২, ৪ ও ৫; চট্টগ্রাম-৭ ও ৮; এবং বাগেরহাট-২ ও ৩।

বাগেরহাটের পরিবর্তন: আগে বাগেরহাটে ৪টি আসন ছিল—বাগেরহাট-১: মোল্লারহাট, ফকিরহাট, চিতলমারি বাগেরহাট-2: বাগেরহাট সদর, কচুয়া বাগেরহাট-3: রামপাল, মোংলা বাগেরহাট-4: মোড়েলগঞ্জ, শরণখোলা

নতুন প্রস্তাবে: বাগেরহাট-১ অপরিবর্তিত বাগেরহাট-২: বাগেরহাট সদর, কচুয়া, রামপাল বাগেরহাট-৩: মোংলা, মোড়েলগঞ্জ, শরণখোলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page