September 11, 2025, 5:46 am
Headline :
বাংলাদেশ–শ্রীলঙ্কার পর নেপাল: প্রতিবেশীর অস্থিরতায় উদ্বিগ্ন দিল্লি হেলিকপ্টারের দড়ি আঁকড়ে পালালেন নেপালের মন্ত্রীরা আন্দোলন হাইজ্যাক হয়েছে, দাবি নেপালের তরুণদের নেপালে আটক বাংলাদেশিরা নিরাপদ, পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরবেন কুড়িগ্রামে বিজিবির অভিযান: ৭ দিনে ২ কোটি টাকার মাদক ও পণ্য জব্দ ইসরায়েলের সঙ্গে সব ধরণের বাণিজ্য ও আকাশসীমা বন্ধ করেছে তুরস্ক গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার রাজশাহীতে কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধারনিজস্ব প্রতিবেদক ১৬ গেট দিয়ে সাড়ে ৩ ফুট করে ছাড়া হচ্ছে কাপ্তাই হ্রদের পানি ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার যোগাযোগ বন্ধ

দুর্ভোগ এড়াতে ৯১ স্থানে সভা-সমাবেশ করার অনুরোধ ডিএমপি কমিশনারের

দুর্ভোগ এড়াতে ৯১ স্থানে সভা-সমাবেশ করার অনুরোধ ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নাগরিক দুর্ভোগ কমাতে রাজনৈতিক কর্মসূচি যেন ব্যস্ত সড়ক এড়িয়ে আয়োজন করা হয়—সে আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (২৩ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “রাজধানীর রাস্তায় সমাবেশের কারণে গর্ভবতী নারী, অসুস্থ রোগী কিংবা পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। তাই জনদুর্ভোগ এড়াতে বিকল্প স্থান বেছে নেওয়া অত্যন্ত জরুরি।”

ডিএমপি কমিশনার জানান, নগরীতে ৯১টি স্থান সভা-সমাবেশের জন্য প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে মতিঝিল বিভাগে ১৫টি, তেজগাঁওয়ে ১২টি, লালবাগে ১৭টি, ওয়ারীতে ১৪টি, গুলশানে আটটি, মিরপুরে ১১টি, উত্তরায় ১০টি এবং রমনায় চারটি স্থান নির্ধারণ করা হয়েছে।

সভায় রাজনৈতিক দলের নেতারা যানজট, মাদক বিস্তার ও কিশোর গ্যাংয়ের উৎপাতকে রাজধানীর বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন। এসব সমস্যা মোকাবিলায় তারা পুলিশের প্রতি সহযোগিতার আশ্বাস দেন। একইসঙ্গে নির্বাচন ঘিরে কোনো নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার মতবিনিময় সভায় বলেন, “যানজট নিরসনে শুধু পুলিশ নয়, আরও ২৫টি সংস্থা জড়িত। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সমাধান সম্ভব নয়।”

এ ছাড়া অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে পুলিশ বাহিনীর মর্যাদা পুনরুদ্ধারের সুযোগ আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page